Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ানডেতে জয়ে শুরু কিশোরদের

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারত সফরে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৫ দল। বিষ্ণুপুরস্থ বিএসএসএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ৩৫.২ ওভারে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন আমানজিয়াত সিং। বিসিবি অ-১৫ দলের পক্ষে রাইয়ান শাহাব খান ৭ ওভার বোলিং করে ২১ রানে ৪টি ও আজিজুল হাকিম রনি ৯ ওভারে ৭ রানে ২ উইকেট শিকার করেন। জবাবে মাত্র ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ৬ উইকেটে জয় পায় বাংলার যুবারা। সাজ্জাদ হোসেন অপরাজিত ৪৭ এবং মো. মফিজুল ইসলাম ৪৬ রান করেন। আমানজিয়াত সিং নেন ৩ উইকেট। সিরিজে আরো তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে কিশোর দল। এর আগে তিন দিনের দুটি ম্যাচের সিরিজে ড্র করেছিল বিসিবি অনূর্ধ্ব-১৫ দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ানডে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ