Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি চেয়ারম্যান হত্যকারীদের ফাঁসির দাবি

নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে নড়াইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল আদালত সড়কে মানববন্ধনে সহস্রাধিক নারী ও পুরুষের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকন ও নিহত চেয়ারম্যান পলাশের বড় ভাই ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু। এদিকে গত রোববার বেলা ২টার দিকে এলাকাবাসীর উদ্যোগে সহস্রাধিক নারী পুরুষের অংশ গ্রহণে একটি বিরাট বিক্ষোভ মিছিল লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মোল্যার মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে হত্যা মামলার আসামীদের নাম উল্লেখ করে ফাঁসির দাবি করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি মনিউর রহমান জিকু, ইতনা ইউপির চেয়ারম্যান নাজমুল হাসান টগর, লক্ষীপাশা ইউপির মহিলা মেম্বর মিতুয়ারা পারভীন, নিহত পলাশের ভাই শেখ মুক্ত রহমান প্রমুখ। দীঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে (৪৯) গত ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত পলাশের বড় ভাই মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি ১৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি নড়াইল জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক শরীফ মনিরুজ্জামান ও ভাই শরীফ বাকিবিল্লাহকে আটক করে জেলহাজতে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ