Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় অগ্নিকান্ডে ৪ পরিবার নিঃস্ব

ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ায় সোমবার অগ্নিকান্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে চারটি ঘরে ভাড়া থাকা নিন্ম আয়ের ব্যবসায়ী ভাড়াটিয়াদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মালপত্রসহ প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এ দিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
জানা গেছে, পশ্চিম ছাগলনাইয়ার সাতবাড়ি এলাকার আবদুল কাদেরের চারটি আধপাকা ঘরে
কিশোরগঞ্জ ও নোয়াখালীর নিন্ম আয়ের কয়েকটি পরিবার ভাড়া থাকতেন ।
সোমবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে । ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আল-আমিন, মোহাম্মদ মাসুদ, আউয়াল, মাসুদের ঘর পুড়ে ছাই হয়ে যায় ।
ভাড়াটিয়াদের বেশির ভাগই ময়ালে শুঁটকি, পেঁয়াজ ও ভাঙ্গারী ব্যবসায়ী বলে জানা গেছে। পশ্চিম ছাগলনাইয়া গ্রামের কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দেনে উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী । এ সময় বিআরডির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, স্থানীয় কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, কৃষক লীগ নেতা কফিল উদ্দিন ও মুন্সী আলিম উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ