বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে আদালত থেকে হ্যান্ডকাপসহ এক আসামি পালিয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ পলায়নের ঘটনা ঘটে।
স্থানীয় মানুষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই আসামি হ্যান্ডকাফ ও দড়ি হাতে নিয়েই আদালত চত্বর থেকে পালিয়ে যায়। তাকে পালাতে দেখেন কোর্ট বাজারের লোকজন। পলাতক ওই আসামির পেছন পেছন কয়েকজন পুলিশ সদস্যকেও দৌড়াতে দেখা যায়। যাদের গায়ে আরএমপির পোশাক ছিল।
এদিকে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, আরএমপি আইনের ৩২ ধারায় ওই আসামি আটক ছিল বলে তিনি শুনেছেন। তাকে সপ্তাহ খানেক আগে আটক হয়েছিল। আজ তাকে আদালতে হাজির করা হয়। এরপর সে পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।