Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বিএনপির নেতাকর্মীরা আত্মগোপনে

মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

-মাহবুবুল হাসান পিংকু
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে। ফরিদপুর শহর এখন বিএনপি নেতা শুণ্য। অনেক নেতাকর্মীর সংসারের বাজার ঘাট বন্ধ হয়ে গেছে। পরিবারের সদস্যদের দেখবার কেউ নেই। পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন। যে সকল নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে ফরিদপুর ছেড়ে আত্মগোপনে আছেন তাদের বেশিরভাগই পরিবারের একমাত্র উর্পাজনকারী ব্যক্তি। এ ঘটনাটি ঘটেছে গত ২০ ফেব্রæয়ারী বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ফরিদপুরের জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন শহরে একটি মিছিল বের করে। ঐ মিছিলটি উপর পুলিশ অতর্কিত ভাবে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে ৫০ জনেরও বেশী নেতাকর্মীরা গুরুতর আহত হয়। ২৫ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করে। ৩৩জন নমীয় ও ৪৫০ জনের অজ্ঞাত নামে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। অজ্ঞাতনামা নেতাকর্মীদের নাম থাকার কারণে ফরিদপুরের তৃণমূল নেতা থেকে শুরু করে শীর্ষ নেতা পর্যন্ত নেতারা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের নেতা মাহবুবুল হাসান পিংকু জানান, ২০ ফেব্রæয়ারী শান্তিপূর্ণ ভাবে ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বেগম খালেজা জিয়ার মুক্তির দাবিতে মিছিলটি করছিল তাতে পুলিশ হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। এদের নামে মিথ্য মামলাও দেওয়া হয়েছে। আমার দাবি দ্রæত এসব মিথ্যা মামলা প্রত্যাহরে নেতাকর্মীদের মুক্তি দেওয়া হোক, তা না হলে শান্তিপূর্ণ ভাবে কঠোর আন্দোলন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্দোলন

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ