পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত থাকার দায়ে অন্তত ১৫ জন তুর্কি নারীকে মৃত্যুদন্ড দিয়েছে ইরাকের একটি আদালত। তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পক্ষ থেকে বলা হয়, এরা সবাই আইএসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযুক্তদের মধ্যে অন্তত একজন সরাসরি পুরুষের পাশাপাশি যুদ্ধ করার স্বীকারোক্তি দিয়েছে।
ইরাকের ‘হাই জুডিশিয়াল কাউন্সিলের’ মুখপাত্র আব্দুল সাত্তার আল-বিরাকদার বলেছেন, ‘বিচারে মৃত্যুর সাজা পাওয়া এসব নারীরা আইএস সদস্যকে বিয়ে করা থেকে শুরু করে কৌশলগত সাহায্য করা, এমন কি সরাসরি হামলায় অংশগ্রহণের মতো দোষ স্বীকার করেছে।’
গত শনিবার রায় জানতে এসব নারীরা আদালতে উপস্থিত হয়েছিলেন। তাদের ব্য়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। এদের চারজনের শিশু সন্তান রয়েছে। একজন ইরাকি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে একজন নারী আইএসয়ের পুরুষ সদস্যদের পাশাপাশি সরাসরি ইরাকি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কথা স্বীকার করেছে। অভিযুক্তদের আইনজীবী তার যুক্তিতে বলেছেন, ‘এসব নারীদের ফাঁদে ফেলে আইএস নিয়ন্ত্রণাধীন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল।’ এই নারীরা তাদের ঘোষিত শাস্তির বিরুদ্ধে আপিল করার জন্য একমাস সময় পাবেন।
এ মাসের শুরুর দিকেও একজন তুর্কি নারী সদস্যকে মৃত্যুদন্ড এবং ১০ জনের আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছিল, জানিয়েছে বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।