প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘দাঙ্গাল’খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম জানিয়েছেন তিনি ছোট পর্দায় কাজ করতে চান, তবে বিষয়বস্তু হতে হবে ভাল।
সুপারস্টার আমির খানের মত টেলিভিশনে কাজ করতে চান কিনা জানতে চাইলে জায়রা বলেন : “আমার ভালই লাগবে। তবে সবচেয়ে বড় কথা হল, একজন শিল্পীর জন্য বিবেচ্য বিষয় হল বিষয়বস্তু ভাল কিনা... তা হোক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা টেলিভিশন।”
আমির খান অভিনীতে ‘দাঙ্গাল’ চলচ্চিত্রে অভিনয়ের পর গত বছর জায়রার অভিনয়ে ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পেয়ে প্রশংসিত হয়েছে। এখন তিনি একাদশ শ্রেণীর পাঠে মন দিয়েছেন।
আমিরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জায়রা বলেন : “দারুণ অভিজ্ঞতা হয়েছে। খুব উপভোগ করেছি। আমি তাঁর কাছ থেকে অনেক শিখেছি। তিনি এমন এক মানুষ যাকে আমরা মিস্টার পারফেকশনিস্ট বলি। তিনি কাজের প্রতি একাগ্র আর কাজকে গভীরভাবে ভালবাসেন।”
তিনি আরও বলেন : “তার প্রতিটি কাজেই তা প্রকাশ পায়। তিনি কাউকে উপদেশ দেন না, বক্তৃতা দেন না, তবে কিছু আছে তা প্রকাশ পায়। বিষয়টি অভিনয় দক্ষতা আর জীবনকেন্দ্রিক।”
দিল্লি-মুম্বাই বিমান যাত্রায় গত বছরের যৌন হয়রানির বিষয়ে ১৭ বছর বয়সী অভিনেত্রীটি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।