Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছোট পর্দার অভিনেতাদের বড় পর্দায় প্রমাণ করা কঠিন-মানস বন্দোপাধ্যায়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

এক সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়কে এখন অভিনয়ে খুব কম দেখা যায়। মাঝে মাঝে অভিনয় করেন। বর্তমানে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে সিনেমাটি পরিচালনা করছেন কমল সরকার। সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে মানস বন্দোপাধ্যায় বলেন, আমি যখন সিনেমায় অভিনয় শুরু করি তখন নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, আলমগীর ভাইদের একচ্ছত্র আধিপত্য। এরপরই মান্না, আমিন খান, অমিত হাসানরা ব্যাপকহারে কাজ করতে থাকেন। এত জনপ্রিয় অভিনেতাদের মাঝে আমার মতো একজন নবীনের সমান সুযোগ পাওয়া কঠিন ছিল। তবে এ কথা ঠিক, ছোট পর্দায় একবার কোনো অভিনেতা ইমেজবন্দি হয়ে গেলে বড় পর্দায় তাকে প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। ছোট পর্দার অভিনেতাদের চলচ্চিত্রে সাফল্যের ইতিহাস খুবই কম। ব্যতিক্রম ছিলেন একমাত্র হুমায়ুন ফরিদী ভাই। অভিনয়ে বিরতি প্রসঙ্গে বলেন, বিরতি বলা যাবে না। কম কাজ করছি। সম্প্রতি ময়না নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় কাজ করেছি। এছাড়া শুভরাত্রি নামে একটি নাটকে অভিনয় করেছি। কিছু ওয়েব সিরিজ, টিভিসি, ওভিসির প্রস্তাব রয়েছে। গল্প, চরিত্র পছন্দ হলে করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ