প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এটিএন বাংলায় আজ থেকে সম্প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘সাদাসিধে ছোটভাই’। ধারাবাহিকটি রবি ও সোমবার রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরি আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, অর্ষা, মৌসুমি হামিদ প্রমুখ। কিছু কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোটভাই’ নাটকের গল্প এগিয়ে যাবে। তাদের জীবনের মূল গল্পের বাইরেও ছোট ছোট কিছু গল্প আছে। ধারাবাহিকের প্রতিটি পর্ব শেষে সেই ছোট ছোট গল্পগুলোর দৃশ্য দেখানো হবে। গল্পটা দুই ভাইয়ের। তারা আপন ভাই না হয়েও আপনের চেয়ে আপন। বড় ভাই একজন লেখক। ছোট ভাই তুমুল হাসান নাট্যকলায় স্নাতকোত্তর করে নাটক লেখার চেষ্টা করছে। বড় ভাই তাকে আশ্রয় দিয়েছেন। ছোট ভাই গভীর সম্পর্কে হাবুডুবু খাচ্ছে রিনার প্রেমে। রিনা কঠিন প্রকৃতির একজন মেয়ে। তুমুলের কোনো আচরণে বিরক্ত হলেই সে তুমুলকে তিন দিনের সাময়িক বিচ্ছিন্নতার শাস্তি দেয়। রিনা প্রেমের শুরুতে তুমুলকে একটা শর্ত দিয়ে বলে; এই শর্ত ভাঙ্গলে তৎক্ষণাত অটোমেটিক তাদের ব্রেকআপ হয়ে যাবে। রিনার প্রতিদিনের হাসি আনন্দের ভেতরেও একটা কষ্ট আছে যা তুমুল বা অন্যরা জানে না। তুমুল একসময় এই শর্তের কথাটা ভুলে যাবে। আর তখনই ঘটবে বিপত্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।