Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার কিছুতেই চায় না বিএনপি নির্বাচনে আসুক -এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:১২ পিএম

সরকার কিছুতেই চায় না বিএনপি নির্বাচনে আসুক বলে মন্তব্য করেছেন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া বিএনপি’র বিকল্পও নেই। আর ধ্বংসাত্মক আন্দোলন করলেই জায়গা হবে জেলখানা।

একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

এরশাদ আরও বলেন, কেউ আসুক বা না আসুক, এবারের সংসদ নির্বাচন ৫ জানুয়ারির মতো হবে না। শক্তভাবেই মাঠে থাকবে জাতীয় পার্টি। যদিও খালেদা জিয়া জেলে যাওয়ার কারণে রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

৩৬ বছরের রাজনৈতিক জীবনের ৬ বছরই কারাগারে কাটিয়েছেন এরশাদ। ক্ষমতার ভেতর বাইরে থেকে দেখেছেন অনেক উত্থান-পতন। আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মেঘাচ্ছন্ন, তবে এর মাঝেও আছে কিছু উজ্জ্বল দিক।

এরশাদ বলেন, সামনের দিনের রাজনীতিতে প্রভাব ফেলবে খালেদা জিয়ার কারাদণ্ডের ঘটনা। সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে খালেদা জিয়াহীন বিএনপি কতটা কার্যকর রাজনীতি চালিয়ে যেতে পারবে তা নিয়েই সন্দিহান।

তিনি আরও বলেন, একজনের সুনামে দল চলে-বিএনপিতে এমন নেতৃত্ব নেই। তারেক রহমানও দেশে নেই, খালেদা জিয়াও কারাগারে। নেতৃত্ব কে দিবে? সে নেতৃত্ব জনগণ গ্রহণ করবে কিনা তা নিয়ে সংশয় আছে। তারা কীভাবে নির্বাচনে যাবে তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই।

জাতীয় পার্টির চেয়ারম্যানের মতে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি দু’দলের ওপরই অসন্তুষ্ট মানুষ। তবুও বিএনপি’সহ সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনে সরকার কতোটা আগ্রহী, তা নিয়ে সন্দিহান তিনি। বলেন, সরকার কিছুতেই চায় না বিএনপি নির্বাচনে আসুক। শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া বিএনপি’র বিকল্পও নেই। ধ্বংসাত্মক আন্দোলন করলেই জায়গা হবে জেলখানা।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনেকটা ফাঁকা মাঠেই জয় পায় আওয়ামী লীগ। এবার বিএনপি আসুক বা না আসুক ক্ষমতাসীনরা আর সে সুযোগ পাবে না বলে জানান এরশাদ। তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ মাথায় নিয়েই প্রস্তুতি নিচ্ছে জাপা। এবার আর ৫ জানুয়ারির মতো নির্বাচন হবে না, নির্বাচন ২ দল হোক, অথবা ৩ দল, আমরা তো আছি। আমরা ৩’শ আসনের প্রস্তুতি গ্রহণ করেছি। কেই আসল আর না আসল তাতে আমাদের যায় আসে না।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৩ পিএম says : 0
    আমাদের প্লেবয় নেতা জাপা প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ আজ কঠিন ভাষায় দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার উপর বক্তব্য রেখেছেন। এখানে তিনি সবকথাই সঠিক বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ ভাবে আন্দলোন না করলেই তাদের যায়গা হবে জেলখানা। তিনি এটাও আবার বলেছেন যে, খালেদা জিয়া (আমার মতে তারেক জিয়াও) ছাড়া বিএনপিকে জনগণ গ্রহণ করবে কিনা এটা তার সংশয় আছে। আমি একমত কারন বাংলাদেশের জনগণের একটা বড় অংশ পাকিস্তানী মনভাবাপন্নদের মানে জামাতী সমর্থকদের সাথে আছে তাই এদের কাছে খালেদা জিয়া বা তারেক জিয়ার নেতৃত্ব ছাড়া বিএনপি অগ্রহণযোগ্য। তারা জানে এই দুই জনের একজনও যদি নেতৃত্বে না থাকে তাহলে পাকিস্তানের এজেন্ডা বিএনপি দ্বারা পুরন না হবার সম্ভবনা বেশী। তাই তারা খালেদা জিয়া বা তারেক জিয়া বিহীন বিএনপিকে ভোট দিয়ে নিজেদের শক্তি নিধন করবেনা এটাই সত্য। তবে এটাও সত্য জাপার সৃষ্টিও সামরিক জান্তার পকেট থেকে মানে এরশাদের পকেট থেকে আর এরশাদ হলেন পাকিস্তান ফেরৎ তাই তিনিও পাকিস্তানিদের এনেকটা গ্রহণযোগ্য। তারপরও এরশাদকে জামাতীরা তেমন একটা আমলে নেন না আর এটাই হচ্ছে এরশাদের জন্য পরজয়ের কারন। নয়ত আওয়ামী লীগের বিপক্ষে জামাতীরা এরশাদকে সমর্থন দিলে আওয়ামী লীগের খবর আছে এটাও সঠিক তাই না?? সময়ের উপর ছেড়ে দেয়া ছাড়া আমাদের আর কোন পথ নেই। আল্লাহ্‌ আমাদের সবাই কে ওনার দেখানো পথে সঠিক ভাবে চলার ক্ষমতা দান করুন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ