বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের শিবচরের প্রত্যন্ত এলাকায় ৬০ পরিবারের বসবাসের উপযোগী গুচ্ছগ্রামের উদ্বোধন করলেন আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চেীধুরী এমপি। এদিন তিনি মা ও শিশু কল্যান কেন্দ্র, স্কুল ভবনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত গুচ্ছগ্রাম ২য় পর্যায়ের (সিভিআরপি) প্রকল্পের আওতায় নির্মিত গুচ্ছগ্রামের উদ্বোধন করেন আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চেীধুরী এমপি। শনিবার দুপুরে উপজেলার প্রত্যন্ত এলাকা দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের লপ্ত সরকারের চর ঝাউকান্দি গ্রামে এ গুচ্ছগ্রামের উদ্বোধন করেন তিনি। উপজেলা প্রশাসন ও বহেরাতলা দক্ষিন ইউপির বাস্তবায়নে প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই গুচ্ছগ্রামের ৬০ টি ঘরের চাবি এসময় ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। মাদারীপুর জেলার মধ্যে শুধুমাত্র শিবচর উপজেলার নিলখী, কাঁঠালবাড়ি ও কুতুবপুর ইউনিয়নে আরো ৩ টি গুচ্ছগ্রাম নির্মাণের কাজ চলছে। দক্ষিণ বহেরাতলায় আরো একটি গুচ্ছগ্রাম খুব শির্ঘ্যই নির্মাণ কাজ শুরু করা হবে বলে আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী এসময় বলেন। এদিন আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী দক্ষিণ বহেরাতলার সরকারেরচরে হাজী আবুল কাশেম উকিল ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর, হাজী আইজুদ্দিন উকিল পাবলিক হাই স্কুলের নতুন ভবন উদ্বোধনসহ, নিলখী ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের রাস্তা, ব্রীজসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সহ সভাপতি সাবেক পৌর মেয়র আঃ লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডঃ মোঃ সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।