Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ সেনারা শেষ পর্যন্ত লড়াই করবে : পুতিন

সিরিয়ায় সু-৫৭ মডেলের ১২টি যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় মোতায়েনকৃত রুশ সেনারা শেষ পর্যন্ত নির্ভয়ে লড়াই চালিয়ে যাবে। রুশ সেনারা এ ধরনের পরিস্থিতির জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে। তিনি একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন। এ সময় সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের ধন্যবাদ জানান। পুতিন আরও বলেছেন, গত কয়েক বছরের ঘটনাবলী থেকেই এটাই প্রমাণিত হয়েছে যে, রাশিয়া সামরিক প্রস্তুতি ও সমরাস্ত্রের গুণগত মানের দিক থেকে গোটা বিশ্বে উন্নত অবস্থানে রয়েছে। এর আগে নানা সময় ভ্লাদিমির পুতিন সিরিয়ায় সফলতার সঙ্গে তৎপরতা চালানোর জন্য নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসা করেছেন। ২০১১ সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর সিরিয়ার সরকারের আহ্বানে সেখানে সেনা পাঠিয়েছে রাশিয়া। রাশিয়া, ইরান ও হিজবুল্লাহর সহযোগিতার জন্য এ পর্যন্ত বহু বার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ। অপর এক খবরে বলা হয়, রাশিয়ার নির্মিত পঞ্চম প্রজন্মের সু-৫৭ মডেলের ১২টি যুদ্ধবিমান পাঠিয়েছে সিরিয়ায়। বিমানগুলো নিজ অবস্থান গোপন রেখে হামলা চালাতে সক্ষম। মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ায় যুদ্ধরত রাশিয়ার সেনাবাহিনীকে ১২টি যুদ্ধবিমান দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই বিমানগুলো ব্যবহার করা হবে। তবে এর আগে সিরিয়া থেকে সামরিক বাহিনী সরিয়ে নেওয়া হবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এক প্রতিশ্রæতিতে জানান। তবে তা বাস্তবতার মুখ দেখেনি। এরপরই নতুন করে যুদ্ধবিমানগুলো সিরিয়ায় পাঠানো হলো। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক কার‌্যালয় পেন্টাগনের মুখপাত্র র‌্যানকিন গ্যালোওয়ে বলেন, ‘সিরিয়ার মাটিতে রাশিয়ার উন্নত যুদ্ধবিমানকে আমরা হুমকি হিসেবে দেখছি না। আমাদের বিশ্বাস সিরিয়ার মার্কিন অভিযানে এর কোনো প্রভাব পড়বে না।’ তবে এই যুদ্ধ বিমানগুলো সিরিয়ায় পাঠানোর পেছনে রাশিয়ার সঙ্কল্প এখনো অস্পষ্ট। এতে সিরিয়ার বর্তমান সঙ্কটে প্রভাব পরবে বলে ধারণা করছে অনেকেই। ধারণা করা হচ্ছে মার্কিন পঞ্চম প্রজন্মের এফ-২২ যুদ্ধ বিমান মোতায়েনের জবাব হিসেবে রাশিয়া পাল্টা জবাব দিলো এটি। আবার অনেকেই বলছেন, নতুন এই যুদ্ধ বিমান পরীক্ষা করার জন্য সিরিয়াতেই এর ব্যবহার করবে রাশিয়া। পার্সটুডে, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ সেনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ