মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কুয়েতে নিখোঁজ এক ফিলিপিনো গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে নিয়োগদাতা গৃহকর্তার ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে। এক বছরেরও বেশি আগে ২৯ বছর বয়স্ক জোয়ানা ডেমাফেলিস নিখোঁজ হন। ডিপ ফ্রিজ থেকে জমে যাওয়া তার লাশটি উদ্ধারের পর নিয়োগদাতা নাদের এসাম আসাফকে পুলিশ গ্রেপ্তার করেছে। ফিলিপিনের কর্মকর্তারা বলছেন, জোয়ানার লাশে নির্যাতনের চিহ্ন ছিল। গত সপ্তাহে লাশটি ম্যানিলায় ফেরত আনা হয়েছে। ফিলিপিনো পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার বলেছে, নাদের এসাম আসাফ লেবাননের নাগরিক এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। নাদের এসাম আসাফের এ্যাপার্টমেন্টটি এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। তার সিরিয়ান স্ত্রী মোনাও এখন পলাতক। তাকেও একজন সন্দেহভাজন বলে বিবেচনা করা হচ্ছে, তবে তিনি এখন সিরিয়ায় আছেন বলে মনে করা হয়। মোনা এবং তার স্বামী দুজনের নামেই ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক হুলিয়া জারি হয়েছিল। জোয়ানা ডেমাফেলিসের মৃত্যুর ঘটনা ফিলিপিনের ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং তার পর কুয়েতে ফিলিপিনোরদের কাজ করতে যাবার ওপর নিষেধাজ্ঞা আরেপ করা হয়েছে। ফিলিপিনের পররাষ্ট্রমন্ত্রী এ্যালান পিটার আসাফের গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন। আসহাক আল ওয়াসাত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।