Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থেমে যাবে -গোলাম দস্তগীর গাজী

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা: আওয়ামীলীগ দেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে বিএনপি-জামায়াতের মতো অপশক্তি ক্ষমতায় এলে এই উন্নয়নের ধারা থেমে যাবে বলে মন্তব্যে করেছেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। গতকাল শনিবার দুপুরে উপজেলার দাউদপুর এলাকায় ১ নম্বর দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
১ নম্বর দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌসী জান্নাত রুমার সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল হক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিনারা বেগম ঝুনু, আওয়ামী লীগ নেতা সৈয়দ মারফত আলী, খায়রুল আলম নয়ন, বরকত উল্লাহ ভুলু ও এটিএম জাহাঙ্গীর, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজলা পরিষদের সদস্য শাহিনা আক্তার বৃষ্টি, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবু সালেহ সালেক, দাউদপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি খাদিজা আক্তার রিনা, উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল কবির রাজু, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, ১ নম্বর দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির রঞ্জন দাসসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ