রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা: আওয়ামীলীগ দেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে বিএনপি-জামায়াতের মতো অপশক্তি ক্ষমতায় এলে এই উন্নয়নের ধারা থেমে যাবে বলে মন্তব্যে করেছেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। গতকাল শনিবার দুপুরে উপজেলার দাউদপুর এলাকায় ১ নম্বর দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
১ নম্বর দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌসী জান্নাত রুমার সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল হক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিনারা বেগম ঝুনু, আওয়ামী লীগ নেতা সৈয়দ মারফত আলী, খায়রুল আলম নয়ন, বরকত উল্লাহ ভুলু ও এটিএম জাহাঙ্গীর, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজলা পরিষদের সদস্য শাহিনা আক্তার বৃষ্টি, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবু সালেহ সালেক, দাউদপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি খাদিজা আক্তার রিনা, উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল কবির রাজু, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, ১ নম্বর দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির রঞ্জন দাসসহ অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।