Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে রেল স্টেশন মাস্টারদের সমাবেশ

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার: পার্বতীপুরে পাকশী ও লালমনিরহাট ডিভিশনের যৌথ উদ্যোগে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুুরে পার্বতীপুর রেলওয়ে জংশনের স্টেশন চত্বরে পিএসএম ও সিএসএম আয়োজিত অনুষ্ঠানে স্টেশন মাস্টার সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাকশী স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ মো. আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন পার্বতীপুর স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি মো. জিয়াউল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস এস রংপুর শোভন রায়, লালমনিরহাট ডিভিশনের আহŸায়ক এ বি এম জিয়াউর রহমান ও বাবু আল রশিদ, সাজেদুর রহমান, এস এম নাটোর মো. খান মনিরুজ্জামন। বক্তব্য রাখেন পার্বতীপুরের সিএসএম মো. আব্দুর রাজ্জাক, এএসএম মো. রেজাউল করিম, এএসএম আলমগীর হোসেন, এএসএম জয়ন্ত চক্রবর্তী, এএসএম নূরে আলম ও এসএস বি জামান প্রমুখ। বক্তারা এএসএম পদকে দশম গ্রেডে উন্নীতকরণসহ হলিডে ও নাইট ডিউটি ভাতা চালু করা, স্বাস্থ্যঝুঁকি ও ওভারটাইম, ডিভিশনাল সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এবং সংগঠন পুনর্গঠন শক্তিশালি করার জোর দাবি জানান। এএসএম পদকে দশম গ্রেড উন্নীতকরণ আন্দোলন সমন্বয়ক এএসএম রেজাউল করিম বলেন, উচ্চ আদালতের রায়ের আলোকে অনতিবিলম্বে এএসএম পদকে দশম গ্রেডে উন্নীতকরণসহ উল্লিখিত বাস্তবায়নে জোর দাবি জানান। রেলওয়ে স্টেশন মাস্টার সমাবেশে পাকশী ও লালমনির হাট ডিভিশনের শতাধিক স্টেশন মাস্টার উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ