Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ক্বেরাত ও আজান প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তরের লতরদি ইসহাকিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে এবং আহসান গ্রæপের আয়োজনে পবিত্র ক্বেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রæয়ারি প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ক্বেরাত প্রতিযোগিতার তিনজন ও আজান প্রতিযোগিতার তিনজন বিজয়ীর মধ্যে প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার ছয় হাজার ও তৃতীয় পুরস্কার চার হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্যোক্তা প্রকৌশলী আলহাজ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। বিচারক ছিলেন আলহাজ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, আলহাজ মাওলানা ইমরান হোসাইন কাসেমী ও হাফেজ মাওলানা জুবায়ের হোসাইন সাদী।
উপজেলার ২৫টি মাদরাসা থেকে ৫০ জন ছাত্র পবিত্র ক্বেরাত ও আজান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে ক্বেরাতে তিনজন ও আজান প্রতিযোগিতার তিনজনসহ মোট ছয়জনকে বিজয়ী হয়। এ ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ছাত্রকে এক হাজার টাকা করে প্রদান করা হয়। প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে আহসান গ্রুপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিযোগিতা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ