Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে শিক্ষার্থীরা

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে বেতদিঘি ইউনিয়নে সড়ক সংলগ্ন নিরান কুড়ি বায়ই ঝুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকির মধ্যে রয়েছে ঐ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়টি ব্যস্ততম সড়কের সাথে হওয়ায় সীমানা প্রাচীর না থাকায় স্কুল ছুটির পর কোমলমতি শিক্ষার্থীরা দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে। এতে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা সেইসাথে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির আশংকাও রয়েছে,এমনটাই অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষকরা।
বিদ্যালয় সুত্রে জানাযায়, নিরান কুড়ি বায়ই ঝুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি (১৯৮৮) সালে ৩৩ শতাংশ জমিতে স্থাপিত হয়। বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয় করন হয়েছে। ৪ জন শিক্ষক ও ৯৬ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় সংলগ্ন সড়কটি পুর্বে কাঁচা থাকা অবস্থায় তেমন চলাচল ছিল না। পরে সড়কটি পাঁকা-করণ হওয়ায় উপজেলা শহরের সাথে যোগাযোগের কারণে ব্যস্ততম সড়কে পরিনত হয়েছে। বিদ্যালয় সংলগ্ন সড়কটি উপজেলার কাজিহাল, আটপুকুরহাট, রুদ্রানী, দেশমা,জামগ্রাম সহবিভিন্ন এলাকার মানুষ চলাচলের জন্য ব্যবহার করে। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য ভটভটি, ভ্যান,সাইকেল, অটোরিকসা, ট্রলি, মটরসাইকেল, ট্রাক ও বিভিন্ন গাড়ি চলাচল করে । ফলে চরম ঝুঁকির মধ্যে রয়েছে ঐ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
এ দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া বলেন, উপজেলার ১০৯টি প্রাথমীক বিদ্যালয়ের মধ্যে ১ম ধাপে ১৫টির সিমানা প্রাচির নির্মান সম্পন্ন হয়েছে। পুনরায় চাহিদা মোতাবেক ২৩টির বরাদ্দ এসেছে বাকি গুলো পর্যায় ক্রমে চাহিদা পাঠানো হবে। তবে ঐ রকম ঝুকিপুর্ন বিদ্যালয় গুলিকে অগ্রাধিকার ভিত্তিতে আগে দেখা হবে। অপরদিকে উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান বলেন ২৩টি বিদ্যালয়ের বরাদ্দ হয়েছে টেন্ডারও দেয়া হয়েছে এ তালিকায় ঐ বিদ্যালয়ের নাম নেই তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাহিদা পাঠালে বরাদ্দ এলে বাকি গুলো সম্পন্ন করা সম্ভব হবে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নিরান কুড়ি বায়ই ঝুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার কে অবগত করা হবে তিনি যেন বিষয়টি দ্রæত ব্যাবস্থা গ্রহন করেন। একই কথা বলেন বেতদিঘি ইউনিয়নের চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ্ আব্দুল কুদ্দুস।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুঁকি

১২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ