Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বীকৃতি হারানোর ঝুঁকিতে ৬শ’ ব্র্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার পছন্দের প্রায় ৬০০টি ব্র্যান্ড রাজকীয় স্বীকৃতি হারানোর ঝুঁকিতে রয়েছে। ব্র্যান্ডগুলোর মধ্যে ক্যাডবেরি চকোলেট, ফোর্টনাম অ্যান্ড মেসন, বারবেরি রেইনকোট, এমনকি ঝাড়ু ও কুকুরের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়। এখন রানীর উত্তরসূরি রাজা তৃতীয় চার্লসের অনুমোদনের জন্য এসব ব্র্যান্ডকে অপেক্ষা করতে হবে। নতুন রাজার অনুমোদন না পেলে প্রতিষ্ঠানগুলোকে রাজপরিবারের পছন্দের সরবরাহকারী হিসেবে চিহ্নিত সিল দুই বছরের মধ্যে অপসারণ করতে হবে। এর আগে প্রিন্স অব ওয়েলস থাকাকালে রাজা তৃতীয় চার্লস ১৫০টিরও বেশি ব্র্যান্ডকে রাজকীয় সনদ দিয়েছিলেন। সর্বোপরি এটি ওই ব্র্যান্ডের মান হিসেবে কাজ করে। ব্রিটেনের রয়্যাল ওয়ারেন্ট হোল্ডার অ্যাসোসিয়েশন বলছে, রাজকীয় অনুমোদনপ্রাফত ব্র্যান্ডগুলো তাদের পণ্য, প্যাকেজিং, স্টেশনারি, বিজ্ঞাপন ও যানবাহনে উপযুক্ত রাজকীয় চিহ্ন প্রদর্শনের সুযোগ পায়। কিছু কোম্পানির জন্য রাজকীয় অনুমোদন একটি গুরুত্বপূর্ণ বিক্রয়-কৌশল হিসেবেও কাজ করছে। যদিও বিক্রির ক্ষেত্রে রাজকীয় স্বীকৃতির প্রকৃত প্রভাব পরিমাপ করা কঠিন। ফোর্টনাম অ্যান্ড মেসন রানী দ্বিতীয় এলিজাবেথের নিয়োগকৃত মুদিপণ্য সরবরাহ এবং প্রিন্স অব ওয়েলসের নিয়োগকৃত চা ও মুদি ব্যবসায় নিয়োজিত। লন্ডনের অভিজাত ডিপার্টমেন্ট স্টোরটি জানিয়েছে, তারা ১৯৫৪ সাল থেকে মহারানীর অনুমোদনে সারা জীবন তাকে এবং রাজপরিবারের সেবা করতে পেরে গর্বিত। ১৯০২ সাল থেকে রাজা সফতম এডওয়ার্ডের জন্য রয়্যাল ব্লেন্ড চা তৈরির সূত্র থেকেই রাজপরিবারের সঙ্গে ফোর্টনাম অ্যান্ড মেসনের একটি দীর্ঘ ও ঘনিষ্ঠ ইতিহাস রয়েছে। এছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স অব ওয়েলসের চা ও কফি সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠানটির দ্বৈত রাজকীয় অনুমোদন ছিল। রানী দ্বিতীয় এলিজাবেথের স্বীকৃতি পাওয়া অন্যান্য ব্র্যান্ডের মধ্যে শীর্ষে ছিল ডুবোনেট ও শ্যাম্পেন। ১৯৬৮ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত রানীকে হ্যান্ডব্যাগ সরবরাহ করা লনারও রাজকীয় স্বীকৃতি হারানোর ঝুঁকিতে রয়েছে। এছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার বড় ছেলের জন্য ব্রিটিশ আবহাওয়া উপযোগী বিশেষ জলরোধী এবং প্রতিরক্ষামূলক পোশাকের অফিশিয়াল প্রস্তুতকারক ছিল বারবার জ্যাকেট। ডুবোনেটের মালিক পেরনোড রিকার্ডের বৈশ্বিক ব্যবসা সম্প্রসারণ শাখার ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান পোর্টা বলেন, জনসাধারণের মনে ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে রানী এলিজাবেথের রাজকীয় অনুমোদন ছিল ঐতিহ্যের স্বীকৃতি। ফ্রেঞ্চ ওয়াইন ও স্পিরিটস মাল্টিন্যাশনাল ডুবোনেট এবং মম শ্যাম্পেনের জন্য রাজকীয় স্বীকৃতি পেয়েছে। যদিও এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজকীয় অনুমোদন নিয়ে প্রতিযোগিতায় রয়েছে বলিঙ্গার, ক্রুগ, ল্যান্সন, লরেন্ট-পেরিয়ার, লুই রোডেরার, মোয়েট অ্যান্ড চন্দন ও ভিউভ ক্লিককোটও। সাধারণ কিছু ভোক্তা ব্র্যান্ডগুলোরও রাজকীয় অনুমোদন রয়েছে। সেগুলোর মধ্যে ব্রিটিশদের প্রিয় কেচাপ এবং বেকড বিনের টিন প্রস্তুতকারী হেইঞ্জ উল্লেখযোগ্য। ব্রিটেনে হেইঞ্জ ব্র্যান্ডের মুখপাত্র পল হুইলার বলেছেন, একটি মার্কিন প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে এত শক্তিশালী সংযোগ থাকা অবশ্যই ভালো। রানী এলিজাবেথের ৭০ বছরের শাসনামলে আমরা রাজপরিবারকে সেবা দিয়ে আসছি। আমাদের জেনেভিভ নামে একটি বিশেষ ভ্যান আছে, যা শুধু ফ্যাক্টরি থেকে সরাসরি রাজপরিবারের সদস্যদের কাছে পণ্য সরবরাহে নিয়োজিত। প্রসঙ্গত, রাজকীয় স্বীকৃতি পাওয়ার জন্য কোনো খরচ করতে হয় না এবং সরবরাহকারীরা বাণিজ্যিক ভিত্তিতে অন্যান্য গ্রাহককে তাদের পরিষেবা দিতে পারে। আবার রাজপরিবারের সদস্যরাও অন্য সরবরাহকারীদের থেকে পরিষেবা নিতে পারেন। রাজকীয় এ অনুমোদন পাঁচ বছরের জন্য দেয়া হয়। নবায়নের জন্যও রয়েছে কঠোর মানদণ্ড। পল হুইলার বলেন, এটি শুধু একটি নিখুঁত পরিষেবা দেয়ার ব্যাপার নয়। স্বীকৃতিপ্রাফত ব্র্যান্ডকে ভালো ব্যবসার পাশাপাশি মানবাধিকারের দিকেও সতর্ক থাকতে হয়। ফলস্বরূপ এ ধরনের রাজকীয় অনুমোদন মানের ক্ষেত্রে একটি নিশ্চয়তা হিসেবে কাজ করে। এর মাধ্যমে ব্রিটিশ নাগরিকরা সহজেই মানসম্পন্ন পণ্য ও পরিষেবা বেছে নিতে পারেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বীকৃতি হারানোর ঝুঁকিতে ৬শ’ ব্র্যান্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ