Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের বিরোধে নিহত ১

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, বগুড়া থেকে : বগুড়া সদরের গোকুল এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দু’ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে গতকাল শুক্রবার প্রতিপক্ষ গ্রæপের হামলায় সনি (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সনি স্বেচ্ছাসেবক দলের গোকুল ইউনিয়ন শাখার যুগ্ম-সম্পাদক। ওই ঘটনায় স্বেচ্ছাসেবক দল গোকুল শাখার সভাপতি মিজানুর রহমান মিজান (৩৩)সহ ৩ জন আহত হয়। আহত অপর ২ জন হলো- আব্দুল হাকিম (২০) ও মিজানের স্ত্রী সালমা আকতার নিশা (৩০)। আহতদের মধ্যে ২ জন বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দল গোকুল শাখার সাবেক সাধারণ সম্পাদক বিপুলের সঙ্গে মিজানের বিরোধ চলছিলো। মিজানের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। কয়েক দিন আগে বিপুল গ্রæপের স্বেচ্ছাসেবক দলের রাসেল নামে এক কর্মী মিজান গ্রæপের মারপিটে আহত হয়। এতে বিপুল গ্রæপ ক্ষিপ্ত হয়ে পড়ে এবং এরই জের ধরে শুক্রবার বেলা ১১টার দিকে মিজানের ওপর বিপুলের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক দলের একটি গ্রæপের ৮-১০ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার সময় মিজান তার লোকজনসহ বাড়ি থেকে বের হচ্ছিল। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ধারালো অস্ত্র নিয়ে কুপিয়েছে বলে আহতরা জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বেচ্ছাসেবক দল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ