Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাকান্দা দরবার শরীফের ৯৩তম বার্ষিক মাহফিল সোম ও মঙ্গলবার

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মো: ছলিম উল্লাহ খান, সোনাকান্দা সংবাদদাতা  : আগামী সোম ও মঙ্গলবার ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের অন্যতম প্রাণকেন্দ্র, শতাব্দির প্রাচীন ঐতিহ্যবাহী ও হাক্কানী দরবার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ৯৩ তম বার্ষিক ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিল। সোমবার বাদ জোহর মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে মাহফিল শুরু হবে। ২৮ ফেব্রুয়ারী বুধবার সকালে আলা হযরত পীর সাহেব হুজুরের আখেরী নসীহত ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে। মাহফিলের যাবতীয় প্রস্তুতির শেষ হওয়ার পথে। ১৩ ফেব্রুয়ারী মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার দুই জন অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা, বিদ্যুৎ ব্যবস্থাপক ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রকসহ প্রশাসনিক উর্ধ্বতম কর্মকর্তাদের সাথে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। তাতে মাহফিলের সার্বিক নিরাপত্তা, রাস্তাঘাটের যানজট ও জনজট নিরসন করে ভক্ত মুরীদদের যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশে দ্বীনি দাওয়াত ও ত্বরীকতের খেদমতে যারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন তন্মধ্যে হাদীয়ে যমান, হাফেজ মাওলানা শাহ সূফি আব্দুর রহমান হানাফী (রহ:) ছিলেন অন্যতম একজন মহান ব্যক্তিত্ব। তিনি যুগ যুগ ধরে এদেশের মানুষের কাছে দ্বীনের দাওয়াত, ইলমে ত্বরীকত ও ত্বাসাউফের খেদমত করে গেয়েছেন। হাজার হাজার মসজিদ, মাদরাসা, এতিমখানা, খানকাহ  প্রতিষ্ঠা করেছেন। তাঁর থেকে খেলাফত গ্রহণ করে দেশের জেলায় জেলায় অসংখ্য শাখা দরবার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে এদেশে ইসলাম প্রচার প্রসারের বড় বড় মারকাজ প্রতিষ্ঠিত হয়ে দ্বীনি দাওয়াতের এক সুবিশাল শক্তিতে পরিণত হয়েছে। তিনি তৎকালীন সময়ে বাংলা আসাম ও পশ্চিমবঙ্গে ইসলামী দাওয়াতের সার্থে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে বার্ষিক ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিল প্রতিষ্ঠা করেন। এ মাহফিলটি বর্তমানে আমাদের দেশে একটি বৃহত্তর ও ঐতিহাসিক মহাসম্মেলনে রুপ নিয়েছে। তাতে প্রতি বছর দেশের সকল জেলা উপজেলা থেকে এমনকি পাশ্ববর্তী দেশ সমূহ থেকে লক্ষ  লক্ষ লোক জমায়েত হয়ে দ্বীনি তালীমতরবিয়ত গ্রহণ করেন এবং ওলী আওলিয়াদের অনুসৃত ত্বরীকত তাসাউফের দীক্ষা নিয়ে আত্বশুদ্ধি অর্জনের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হন। তিনি আজীবন বয়ান- নসীহত ও অমূল্য লেখনীর দ্বারা দেশ ও জাতীর কাছে তার দ্বীনিখেদমত পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন ।
তাঁর ইহধামের পর তাঁর সুযোগ্য বড় ছাহেবজাদা শাহসূফী মাওঃ আবু বকর মুহাঃ সামছুল হুদা পীর সাহেব (রহঃ) আমরন দরবারের দায়িত্ব পালনে রত ছিলেন। তিনিও সারা জীবন অক্লান্ত পরিশ্রম ও আরাম আয়েশভূলে সকল প্রতিষ্ঠান দরবার, খানকাহ, সংগঠন, প্রকাশনা ইত্যাদিকে সুষ্ঠু ও সুন্দর ভাবে নেতৃত্ব দিয়ে দেশ বিদেশে এ দরবারের সুনাম-সুখ্যাতি আল­াহ তায়ালার অশেষ মেহেরবানীতে ছড়িয়ে দিয়েছেন। তার চোখের পানিও মুজাহাদা- মুশাহাদা লাখো কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় তার জন্য ব্যাকুল ও আতœহারা হয়েছে। তার ইহধামের পর তাঁরই সুযোগ্য সন্তান শাহসূফি মাওঃ মাহমুদুর রহমান সাহেব এ দরবারে গুরু দ্বায়িত্বপ্রাপ্ত হন। তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ দরবারের প্রতিষ্ঠানসমূহ সংগঠন, শাখা দরবারসহ ইত্যাদিকে সুন্দর ও সুষ্ঠু পরিচালনায় খুব চমৎকার ভাবে সম্মুখপানে এগিয়ে নিচ্ছেন। এখন গোটা দেশেই সোনাকান্দা দরবার শরীফ একটি আদর্শ দরবারে পরিনত হয়েছে । বাংলাদেশ তালীমে হিযবুল­াহ, বাংলাদেশ যুব কাফেলা, বাংলাদেশ ইসলামি ছাত্র কাফেলা এসব সংগঠনগুলো দেশের জেলা উপজেলায় নেতৃত্ব দিয়ে লাখো লাখো লোকের জমায়েত ঘটিয়ে আগামী ১৪-১৫ ফাল্গুন মোতাবেক ২৬-২৭ ফেব্রুয়ারী সোমবার ও মঙ্গলবার মাহফিলকে সফল করার জন্য ব্যপক ভাবে প্রস্তুতি নিচ্ছে।
সকলকে দলে দলে উক্ত মাহফিলে যোগদান করার জন্য  দরবারের পক্ষ হতে দাওয়াত করা হলো ।



 

Show all comments
  • MD odaidullah ১ জুলাই, ২০১৮, ১:৪৯ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন এই মাফিল জেনও কেয়ামত পজন্ত কায়াম থাকে আমিন আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ