Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে মাদরাসা মুনিরীয়া হাফেজিয়া ও লিল্লাহ বোর্ডিংয়ের অভিভাবক সমাবেশ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুর শহরের হাতিখানার মাদরাসা মুনিরীয়া হাফেজিয়া ও লিল্লাহ্ বোর্ডিংয়ের নবনির্বাচিত কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাদরাসার নিজস্ব দ্বিতল ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আফতাব আলম জুবায়ের।
এতে বিশেষ অতিথি ছিলেন হাফেজ মা. মো. রিজওয়ান আল কাদেরী, হাফেজ মো. জাকির হোসেন, হাফেজ মাও. মো. সাহিদ রেজা রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা মুনিরীয়া হাফেজিয়া ও লিল্লাহ বোর্ডিংয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি হাজী মো. ইমতিয়াজ আহমেদ মোল্লা এমাদি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মনসুর আলী এমাদি, কোষাধ্যক্ষ আলহাজ মো. আব্দুর রশিদ এমাদি, আলহাজ মো. আরওঙ্গজেব এমাদি প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মো. শাহাব উদ্দিন এমাদি, মো. ফারুক এমাদি, হাজী লাল্লু এমাদি ও হাজী মো. মাহতাব উদ্দিন এমাদিসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, অভিভাবক, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসা মুনিরীয়া হাফেজিয়া ও লিল্লাহ বোর্ডিংয়ের নবনির্বাচিত  কমিটির প্রচার সম্পাদক  মো. হায়দার আলী হায়দার।
প্রসঙ্গত, সৈয়দপুর শহরের হাতিখানাস্থ মাদ্রাসা মুনিরীয়া হাফেজিয়া ও লিল্লাহ বার্ডিং  অবস্থিত। ভারতের হজরতুল আল্লামা আলহাজ সৈয়দ শাহ্ মিসবাহ-উল হক এমাদি’র প্রধান পৃষ্ঠপোষক। সম্প্রতি এর পরিচালনা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাজী মো. ইমতিয়াজ আহমেদ মোল্লা এমাদি ও মো. মনসুর আলী এমাদি। এ ছাড়াও হাজী আনোয়ার হোসেন এমাদি, হাজী আওরঙ্গজেব, মো. কামরুদ্দিন এমাদি ও মো. আমজাদ হোসেন এমাদিকে সহ-সভাপতি, মো. রাকিব খান এমাদিকে সহ-সাধারণ সম্পাদক, হাজী আব্দুর রশিদকে কোষাধ্যক্ষ, হায়দার আলী হায়দারকে প্রচার সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেনÑ মো.ওয়াসিম সিদ্দিকী এমাদি, মোস্তাক আহমেদ এমাদি, শাহাব উদ্দিন এমাদি, মো. ইউসুফ, মো. শাহবাজ, হাজী মো. রাশিদ, মো. দিলশের আলী ভুলু, মো. কালাম হোসেন, মো. আরজু এমাদি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ