Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে বাড়ছে বখাটেদের উপদ্রব

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা ঃ বগুড়ার আদমদীঘি ও সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে বখাটেদের উপদ্রব মারাত্বক ভাবে বৃদ্ধি পেয়েছে। স্কুল কলেজগামী ছাত্রীদের একশ্রেনীর বখাটে কিশোর ও যুবকরা বিদ্যালয়ের আশেপাশে ও রাস্তার পাশে দাঁড়িয়ে ও মোটরসাইকেল যোগে বিভিন্ন অঙ্গভঙ্গিতে অশ্লীল ভাষায় কথা বলা ভয়ভীতি দেখিয়ে প্রেম প্রস্তাব, প্রকাশ্যে ছাত্রীদের হাত ও ওড়না ধরে টানা হেচড়া করাসহ নানা ভাবে উক্তত্য ও ইভটিজিং করায় এলাকার অনেক ছাত্রীরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। এসব ঘটনায় মেয়েদের নিয়ে পিতা-মাতাসহ পরিবারের লোকজন তাদের নিয়ে আতংকিত হয়ে পড়েছে।
জানাযায়, আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার পৌর শহর, ছাতিয়ানগ্রাম, নসরতপুর, চাঁপাপুর, কুন্দগ্রামসহ বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার সময় একশ্রেনীর বখাটে কিশোর ও যুবকরা রাস্তায় দাঁড়িয়ে কেউবা মোটরসাইকেলে আরোহি হয়ে কিংবা ওৎ পেতে থেকে ছাত্রীদের নানা অঙ্গভঙ্গিতে অশ্লীল ভাষায় কথা বলা ইভটিজিং ,প্রেম প্রস্তাব করাসহ নানা ভয়ভীতি দেখিয়ে আসছে। বখাটেদের ভয়ে অনেক ছাত্রী ও তাদের অভিভাবকরা ওইসব বখাটে যুবকদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। পুলিশ মাঝে মধ্যে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাদের দৌরাত্ত¡ থামছেনা। ফলে ইভটিজার ও বখাটেদের উপদ্রব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রত্যক্ষদর্শিরা জানায়, গত বুধবার দুপুর দেড় টায় আদমদীঘি কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে ৩ /৪ জন ছাত্রী একটি অটো ভ্যান চার্জার যোগে বাড়ি ফিরছিল। তারা মহাসড়কের শিবপুর গ্রামের অদূরে ব্রিজের নিকট পৌঁছামাত্র চার্জারের গতিরোধ করে ওই গ্রামের অমি, মাফুজ ও অন্তরসহ বেশ কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের প্রকাশ্যে টানা হেচরা করে অশ্লীল কথা বার্তার মত ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে মেয়েদের অভিভাবকরা আতংকিত হয়ে পড়েছে। ওসি ওয়াহেদুজ্জামান জানান, বখাটেদের বিরুদ্ধে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বখাটে

৪ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ