Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় ২ বখাটের সাজা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১২:০৯ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করার দায়ে বেল্লাল হওলাদার (২০) ও মাদক সেবন করায় আসাদ হওলাদার (২১) নামে দুই বখাটেকে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ১২টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত বখাটে বেল্লাল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ও আসাদ ফুলঝুড়ি গ্রামের আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এস আই শহিদুল ইসলাম জানান, ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ পেয়ে থানা পুলিশ বুধবার তুষখালী থেকে বখাটে বেল্লালকে ও গাঁজা সেবনের দায়ে একই রাতে উপজেলার আলগী ব্রিজ থেকে আসাদকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বখাটের সাজা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ