Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় সাংবাদিকদের মানববন্ধন

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো: দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ পত্রিকার প্রকাশক, বার্তা সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন পালন করেছে বগুড়ার সাংবাদিকরা। বন্ধু প্রতিদিন, শুভ সংঘ বগুড়ার আয়োজনে বেলা সাড়ে ১১ টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচিতে বগুড়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দেশসেরা দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ কর্মরতদের বিরুদ্ধে মামলা অত্যন্ত দু:খজনক, কারণ এতে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার ক্ষুন্ন হবে। বগুড়ার আদালতে পৃথক দুটি মামলা দায়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা দুটি প্রত্যাহারের দাবি জানানো হয়। এতে অংশগ্রহণ করেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির ক্ষেতমজুর সম্পাদক আলহাজ ইমারত আলী, জেএসডির সাবেক কেন্দ্রীয় নেতা রেজাউল বারী দিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, আবু সাঈদ সিদ্দিকী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসীন আলী রাজু, বিডি নিউজ বগুড়া প্রতিনিধি জিয়া শাহীন, বিএফইউজের নির্বাহি সদস্য ঠান্ডা আজাদ, বিএফইউজের সাবেক যুগ্ম-মহাসচিব লিমন বাসার, আমাদের সময় বগুড়ার নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্ত, বণিক বার্তার প্রতিনিধি এইচ আলিম, বাংলা নিউজ টোয়েন্টি ফোর বগুড়ার প্রতিনিধি বেলাল হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সা: সম্পাদক সাজ্জাদ পল্লব, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, শুভ সংঘ বগুড়ার সা: সম্পাদক শিশির মোস্তাফিজ, মানবকণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান এসএম আবু সাঈদ, মানবজমিন প্রতিনিধি প্রতীক ওমর, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, ফটো সাংবাদিক আল আমিন, যুবনেতা আব্দুর রহমান স¤্রাট, আইনুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ