বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশ পরিচয়ে আ’লীগ নেতার বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১৯ ফেব্রæয়ারী সোমবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আ’লীগ নেতার বাড়ীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, তেলিহাটি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের বাড়ীতে রাতের বেলা দুইজন প্রবেশ করে দোকান ভাড়া নেওয়ার কথাবার্তা বলতে থাকে। মুহুর্তের মধ্যেই ১০/১৫জনের একদল ডিবি পরিচয়ে ওই বাড়ীতে যায়। এসময় বাড়ীর সকলকেই অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও ১৬ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। বাড়ীর মালিক আ’লীগ নেতা তোফাজ্জল হোসেন জানান, দোকান ভাড়া নেওয়ার কথা বলে দুইজন লোক বাড়ীতে প্রবেশ করলে সাথে সাথে আরো অজ্ঞাত নামা কতক লোক আমার বাড়ীতে ঢুকে ডিবি পরিচয় দিয়ে আমাদের সকলকে পিস্তল দেখিয়ে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, এটা কোন ডাকাতির ঘটনা না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।