বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের মানুষ শান্তি ও মুক্তি চায়। ঈমান ও আমলের নিরাপত্তা চায়। বাঁচার মতো বাঁচতে চায়। আর বর্তমান শাসনব্যবস্থা মানুষের চাহিদা পূরণে ও শান্তি দিতে ব্যর্থ হয়েছে। ‘মানবতার স্থায়ী শান্তি ও সার্বিক মুক্তির লক্ষ্যে মানুষ ঈমান ও ইসলাম নিয়ে বাঁচতে চায়। নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য, চলাফেরা করতে চায়। হয়রানি থেকে মুক্ত থাকতে চায়। সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায়। ন্যায়বিচার ও সুশাসন চায়। অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। ইজ্জত-আব্রুর নিরাপত্তা চায়। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারিত্বমুক্ত বাংলাদেশ চায়। গতকাল বিকেলে বরিশালের চরমোনাইতে বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
মুরাদনগরে কর্মশালা
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে গতকাল দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। মুরাদনগরস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুফতি মোস্তফা কামাল, কুমিল্লা জেলা উত্তর সভাপতি মাওলানা ত্যৈব হোসাই, সাংগঠনিক সম্পাদক এইচ এম শাহেদুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইন। সংগঠনের মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আব্দুল হক’র সভাপতিত্বে এবং মাষ্টার মফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ছদর আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী আলহাজ্ব আবুল হোসেন (আবু), মাওলানা মানসুরুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, মুহাম্মদ কামাল হোসেন, হাজী মুহা. জয়নাল হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।