Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফান্দাউক দরবারে আলোচনাসভায় বক্তারা- সৈয়দ মাছুম (র.) ছিলেন হক্কানী পীর ও আদর্শ মানুষ

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদাতা : ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর শাহ সূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম আল-কাদরী চিশতি নকশবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) ছিলেন একজন হক্কানী পীর ও আদর্শ মানুষ। তিনি সমাজের জন্য মডেল ছিলেন। তিনি যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেলের পাশাপাশি ্একজন আদর্শ শিক্ষকও ছিলেন। গত ১৬ ফেব্রæয়ারী এতিহ্যবাহী ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদরাসার উদ্যোগে সৈয়দ নাছিরুল হক মাছুম (রহঃ) এর অফাত দিবস উপলক্ষে আয়োজিত জীবন ও কর্মশীর্ষক সেমিনার, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা কথাগুলো বলেন। সৈয়দ মাছুম (রহঃ) ফাউন্ডেশন এ মাহফিলের আয়োজন করে। এতিহ্যবাহী ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহ সূফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইনীর সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক মাওঃ সৈয়দ আশরাফ উদ্দিন শামিম আল হোসাইনীর পরিচালনায় বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, বি.বাড়ীয়া-১ উপ-নির্বাচনে আওয়ামীলীগের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা পরিষদ সদস্য হাজী ফারুকুজ্জামান ফারুক, ফান্দাউক ইউ/পি চেয়ারম্যান এড. কামরুজ্জামান মামুন, ভলাকুট ইউ/পি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত মোঃ আজগর আলী, পীরজাদা মাওঃ মূফতি মঈনুদ্দিন আহমাদ আল হোসাইনী, মাদরাসার সুপার মাওঃ আবু বক্কর ভূইয়া, সৈয়দ বাহাউদ্দিন খোকন। উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান, দৈনিক ইনকিলাবের মাধবপুর উপজেলা সংবাদদাতা কে.এম শামছুল হক, মোঃ ছানা চৌধরী, ফজলুল বারী চৌধুরী, মোঃ জিতু মিয়া, মোঃ কাউসার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের ১ম পর্বে সৈয়দ নাছিরুল হক মাছুম (রহঃ) এর পক্ষ থেকে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ক্বেরাত, গজল, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান। সেমিনার শেষে দরবার শরীফের অগ্রগতি, সমৃদ্ধি ও মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দরবার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ