Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শর্মা না দেয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত মিসরীয় নারীর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জনপ্রিয় শর্মা কিনে না দেয়ায় স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মিসরীয় এক নারী। মাত্র ৪০ দিন আগে তাদের বিয়ে হয়েছে। নববধু তার স্বামীর কাছে শর্মা খাওয়ার দাবি করেছেন। কিন্তু তার স্বামী তা কিনে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সামিহা নামের ওই নারী ফিরে যান তার পরিবারের কাছে। তাৎক্ষণিকভাবে তিনি বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন। বিষয়টি এখন মিসরের এক আদালতে বিবেচনাধীন রয়েছে। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে ওই আদালত রায় দিতে পারে। । ওই নারী বলেছেন, আমাদের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের মাত্র দু’মাস আগে আমার স্বামীর বিষয়ে জানতে পারি। তিনি যে শর্মার প্রতি এত জেদি তা আমার কখনো জানা ছিল না। আমাদের বিয়ের প্রথম সপ্তাহেই তিনি আমাকে বলতে থাকেন, ঘরের বাইরে ঘোরাঘুরি তিনি পছন্দ করেন না। কারণ, তাতে অর্থ নষ্ট হয়। অভিযোগে তিনি বলেন, আমি তার কাছে শর্মা খেতে চেয়েছিলাম। কিন্তু তিনি তা কিনে দিতে অস্বীকৃতি জানান। এর পরিবর্তে কিনে দেন ফলের জুস। তাকে শর্মা কিনে দিতে চাপ দিলে তিনি বলেন, তার অর্থসম্পদ শেষ করে দিচ্ছি আমি। এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসর

২৮ জানুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ