Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরীয়দের বাড়িতে ফেরানোই আমাদের লক্ষ্য : এরদোগান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। গত শনিবার এক অনুষ্ঠানে এরদোগান বলেন, অপারেশন অলিভ ব্রাঞ্চ চলাকালে তুর্কি সেনারা আফরিনের ৩০০ বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত অগ্রসর হয়েছে। তিনি বলেন, জারাবুলুস ও আল বাবের মতো আফরিন, ইদলিব ও মানবিজেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমরা চাই আমাদের সিরীয় ভাই ও বোনেরা যেন তাদের নিজেদের ঘরবাড়িতে ফিরতে পারেন। এর আগে সিরিয়ায় সামরিক সমন্বয় আরও জোরদার করতে একমত হন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক ও নিরাপত্তা সেবার ক্ষেত্রে এই সমন্বয় বাড়ানো হবে বলে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে। ক্রেমলিন জানায়, সিরিয়ায় সামরিক ইস্যুতে সমন্বয় বাড়ানোর ব্যাপারে পুতিন ও এরদোগানের মধ্যে ফোনালাপ হয়েছে। এতে করে সিরিয়ায় রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে নতুন যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানান, ফোনালাপে দুই নেতা তিন দেশের একটি সম্ভাব্য সম্মেলন নিয়েও আলোচনা করেছেন। তবে কোনও তারিখ নির্দিষ্ট হয়নি। সিরিয়ার চলমান গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে রাশিয়া। আসাদ সরকারের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে ইরান সমর্থিত মিলিশিয়ারাও। আর কুর্দি অধ্যুষিত আফরিনে সামরিক অভিযান পরিচালনা করছে তুরস্ক। ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার আফরিনে কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা শুরু করে তুর্কি বাহিনী। আঙ্কারা বলছে, তারা শহরটিকে সন্ত্রাসীদের করিডোর হিসেবে ব্যবহৃত হতে দেবে না। আর তা নিশ্চিত করতেই হামলা চালানো হয়েছে। তুর্কি বাহিনীর এই অভিযানে সিরিয়ার জটিল রাজনৈতিক ও সামরিক সমীকরণ আরও বেশি জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মিত্র কুর্দি ওয়াইপিজি বিদ্রোহীদের বিরুদ্ধে এই হামলা ট্রাম্প প্রশাসনকে ন্যাটোভুক্ত তুরস্কের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ওয়াইপিজি’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক। ইয়েনি সাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ