Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বান্দরবনে সেনা-র‌্যাব অভিযানে ২৫টি অস্ত্র, ২ হাজার গুলিসহ ৪ পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৫৮ পিএম

বান্দরবনের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ২৫টি আগ্নেয়াস্ত্র ও দুই হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাকড়াও করা হয়েছে চার পাহাড়ি অস্ত্রধারীকে। সেনাবাহিনীর আলীকদম জোন ও এলিট বাহিনী র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব জানায় দীর্ঘদিন যাবত দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা খুন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানুষ অপহরণ ও মানুষ আটক করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম পাহাড়ি এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতার এক পর্যায়ে র‌্যাব নিশ্চিত হয় বান্দরবন জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়াস্থ দুর্গম পাহাড়ি এলাকায় কতিপয় সংঘবদ্ধ পাহাড়ি অস্ত্রধারীরা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার উদ্দেশ্যে বিপুল অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন ও র‌্যাব-৭, চট্টগ্রাম সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তুইসা মং (৩৬), এক্য মারমা (৩৯), মিফং মারমা (৪৫) ও চাইনুং মারমাকে (৩৬) পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে ১৪ টি এসবিবিএল এবং ১১ টি ওয়ানশুটার গানসহ ২৫টি অস্ত্র ও ২ হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গুলিসহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ