Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ জন উপজাতি সন্ত্রাসী গ্রেফতার

সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযান

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

একটি উপজাতি সশস্ত্র সন্ত্রাসী দল খাগড়াছড়ি শহরের প্রাণ কেন্দ্র শাপলা চত্ত¡রে একটি হোটেলে গোপনে অস্ত্র কেনাবেচা হচ্ছে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২জন উপজাতি সন্ত্রাসী গ্রেফতার গ্রেফতার করা হয়। গতকাল বুধবার দুপুরে সেনাবাহিনী ও র‌্যাবের একটি যৌথ দল এ অভিযান চালায়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হোটেল থেকে ২টি পিস্তল, ১টি এলজি, ১০ রাউন্ড পিস্তলের এ্যামুনেশন এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রনজয় চাকমা (৩৫) ও দনঞ্জয় ত্রিপুরা (৩৬)। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নাশকতার পরিকল্পণার অংশ হিসেবে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো অস্ত্র সংগ্রহে নেমেছে। এরই ধারাবাহিকতায় উল্লেখিত হোটেলে তারা অস্ত্রের কেনাবেচা চলছিলো।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজাতি সন্ত্রাসী গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ