Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:২৫ এএম

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় পাইপগান ও তাজা গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গত শনিবার রাত ১১ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফারকৃতরা হচ্ছে, নগরীর শেখপাড়া চামড়াপট্টি এলাকার গাজী আশরাফুল আলমের ছেলে সালাউদ্দিন গাজী পিকু ও জেলার দাকোপ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আসিউর রহমান কিশোর। গতকাল রোববার র‌্যাব-৬ এর এক প্রেস রিলিজে বলা হয়েছে, কারখানায় পাইপগান তৈরি করা হচ্ছিল। এই সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাজ থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৩টি সীমকার্ড, ২টি মোবাইল ফোন, ১ টি মেমোরি কার্ড ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই সন্ত্রাসী গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ