পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর বায়েজিদে অস্ত্র ও গুলিসহ মো. আমির হোসেন সাগর (২২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় সে অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল শনিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বালুছড়া এলাকায় অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছে এমন খবরের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আমির হোসেন বরিশাল জেলার মেহেদিগঞ্জ উপজেলার চর পশ্চিম জাঙ্গালীয়ার মো. ফারুকের ছেলে। এদিকে জেলার হাটহাজারীর মদনহাটে চাঁদাবাজিকালে হাতেনাতে চারজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- মো. আলমগীর (৩৫), শ্রীকান্ত ঘোষ ওরফে রাসেদ ঘোষ (৩৯), মো. হাসান (৩৫) ও সুমন দাস (৪০)। র্যাব জানায় তারা বিভিন্ন শ্রমিক সংগঠন ও স্থানীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকার আশে পাশের বিভিন্ন সড়কে অটোরিকশা, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনে চাঁদাবাজি করে আসছিল। তারা ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও বিভিন্ন সংস্থার নামে চাঁদা আদায় করে আসছে। তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ১৫০ টাকা এবং ১২ টি চাঁদা আদায়ের হিসাব বই জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।