বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের নালিতাবাড়ির চাঞ্চল্যকর হাজেরা খাতুন নামের এক যুবতী হত্যাকাণ্ডের রায়ে আশরাফ আলী নামের এক বখাটে যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে শেরপুরের অতিরিক্ত জেলা জজ মি. মোসলেহ উদ্দিন।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৫ আগস্ট রাতে জেলার নালিতাবাড়ি উপজেলার কৈয়াকুড়ি গ্রামের হাজেরা খাতুন নামের এক যুবতীর ঘরে ঢুকে তাকে পার্শ্ববর্তী বাড়ীর বখাটে যুবক আশরাফ আলী জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ধর্ষণের করতে ব্যর্থ হয়ে হাজেরা খাতুনকে ধারালো ছুরিকাঘাত করে আশরাফ আলী । এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
পরে এব্যাপারে নালিতাবাড়ি থানায় মামলা হলে পুলিশ বখাটে যুবক আশরাফ আলীর বিরুদ্ধে কোর্টে অভিযোগ দায়ের করে।
আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ ১৪ ফেব্রুয়ারি বিকেলে জনাকীর্ণ আদালতে আশরাফ আলীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন বিচারক।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।