বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনায় শাশুড়ি ফাতেমা আক্তারকে(৫০) কুপিয়ে হত্যার দায়ে জামাতা আলমগীর হোসেনকে(৩২) মৃত্যুদণ্ড তৎসহ ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালত। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামের আব্দুল কাদিরের বাক প্রতিবন্ধী মেয়ে রিনা আক্তারকে একই গ্রামের মৃত জব্বার আলীর পুত্র আলমগীর হোসেন ১০ বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর জামাতা আলমগীর যৌতুক হিসেবে তার শ্বশুরবাড়ী থেকে একটি গরু কিনে দেয়ার জন্য স্ত্রী রিনার উপর অত্যাচার নির্যাতন শুরু করে। অত্যাচার নির্যাতন সইতে না পেরে রিনা বিগত ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তার মায়ের কাছে চলে আসে। আলমগীর তার স্ত্রীকে জোরপূর্বক বাড়ীতে নিয়ে আসার জন্য গেলে শাশুড়ি তাকে বাঁধা দেয়। এতে সে মারাত্মক ক্ষিপ্ত হয়। ২০১৬ সালের ১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শাশুড়ি ফাতেমা বাড়ীর পার্শ্ববর্তী সবুজের মনোহারী দোকান থেকে সদাই আনতে গেলে জামাতা আলমগীর ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে খুন করে। এ ঘটনায় মৃতকের ছেলে রাসেল মিয়া বাদী হয়ে পরদিন বোন জামাই আলমগীর হোসেনকে একমাত্র আসামী করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক মামলার আটজন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আসামী আলমগীর হোসেনের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সাইফুল আলম প্রদীপ, আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মুখলেছুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।