Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা সশস্ত্র বাহিনীতে যুক্ত হলো জে-২০ জঙ্গিবিমান

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের বিমান বাহিনীর যুদ্ধ ইউনিটে অত্যাধুনিক স্টিলথ জঙ্গিবিমান যুক্ত করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ ঘটনাকে চীনা বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি বলে মনে করছে বেইজিং। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গৃহীত প্রেসিডেন্ট শি জিন পিং-এর পরিকল্পনার অংশ হিসেবে বিমান বাহিনীতে ওই জঙ্গিবিমান যুক্ত করা হয়েছে। চীনা বিমান বাহিনীর মুখপাত্র শেন জিনকে গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, জে-২০ স্টিলথ বিমান যুক্ত হওয়ায় সার্বভৌমত্ব রক্ষার ‘পবিত্র মিশন’ পরিচালনার সক্ষমতা অর্জিত হলো বেইজিংয়ের। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখÐতা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জঙ্গিবিমান। ২০১৬ সালে দক্ষিণ চীনে এ বিমানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এছাড়া, গত বছর চীনা পিপল’স লিবারেশন আর্মির ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এ বিমান প্রদর্শন করা হয়। রয়টার্স।



 

Show all comments
  • বাবুল ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৪৫ এএম says : 0
    ভালো খবর
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ