Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালাইয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কালাই (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের কালাই উপজেলায় তুপসারা এলাকায় পাকা রাস্তা রক্ষার্থে দু’দিন ধরে একটানা স্বেচ্ছা শ্রম দিয়ে ৫০০ মিটার বাঁধ নির্মাণ করেছেন স্থানীয় মহল্লাবাসী। কালাই পৌরসভার থুপসাড়া মহল্লার পূর্বপাড়া মসজিদ সংলগ্ন একটি পুকুর পাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া এলজিইডির অর্থায়নে নির্মিত থুপসাড়া-নওপাড়া পাকা রাস্তাটি ৪টি পুকুরের অংশে অন্তত এক হাজার ফুট জায়গা ভেঙ্গে গিয়ে যানবাহনসহ জনচলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়েছে। এরই মধ্যে একটি পুকুরের অন্তত ৫০০ মিটার পাকা রাস্তা রক্ষার্থে বৃহস্পতিবার খেকে শনিবার পর্যন্ত ওই মহল্লার অর্ধশতাধিক লোক স্বেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছে। উদ্দেশ্য দিন দিন ভেঙ্গে গিয়ে ক্রমেই সরু হয়ে যাওয়া থুপসাড়া-নওপাড়া-হাটশহর গ্রামের প্রায় সাড়ে ৫ হাজার লোকের চলাচলের একমাত্র ওই রাস্তাটি যাতে পুকুর গর্ভে বিলীন হয়ে না যায়। এ জন্যে মহল্লাবাসী একজোট হয়ে নিজ নিজ সামর্থ অনুযায়ী নগদ অর্থ, বাঁশ, মাটি সংরক্ষণের জন্য প্লাস্টিকের বস্তা ও অন্যান্য উপকরণসহ স্বেচ্ছা শ্রম দিচ্ছেন। স্বেচ্ছা শ্রমে নিয়োজিত কর্মীরা বাঁশের খুঁটি গেরে বাঁশের খাঁচি তৈরী করে পুকুর থেকে মাটি কেটে দু’দিনে রাস্তা রক্ষা বাঁধ নির্মাণ করে। 

স্বেচ্ছা শ্রমে নিয়োজিত থুপসাড়া মহল্লার, লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গাইড ওয়াল নির্মাণের অভাবে এলজিইডির অধীনে নির্মিত পাকা এ রাস্তাটি দিন দিন পুকুরের মধ্যে ভেঙ্গে গিয়ে যানবাহন চলাচলের জন্য ঝঁকিপূর্ণ হয়ে ওঠে। যেকোন সময় দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসন, পৌরসভা ও এলজিইডি অফিসসহ জন স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে দিনের পর দিন অবহিত করেও সাড়া পাওয়া যায়নি তারা। রাস্তাটি রক্ষার জন্য নির্মাণ করা হয়নি কোন গাইড ওয়াল। ঝুঁকিপূর্ণ ওই রাস্তাটি সংস্কারের জন্য তাই বাধ্য হয়েই মহল্লাবাসী একজোট হয়ে তাদের চলাচলের একমাত্র পাকা রাস্তাটি রক্ষার্থে ৫০০ মিটার বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঁধ

৬ সেপ্টেম্বর, ২০২২
২৭ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ