Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাভির ফেবারিট পিএসজি

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 স্পোর্টস ডেস্ক : সপ্তাহ খানিক পরেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যকার সেই বারুদে লড়াই। যেটাকে নিছক একটা ম্যাচের দৃষ্টিভঙ্গিতে দেখলে ভুল করবেন। ম্যাচটির সঙ্গেই জড়িয়ে আছে আরো অনেক হিসাব। যার জন্য কাড়ি কাড়ি অর্থ ঢেলেছেন পিএসজি ধনকুবের নাসের। খেলোয়াড় দলবদলের সব রেকর্ড চূর্ণ করে বার্সেলোনা থেকে ভাগিয়ে এনেছেন নেইমারকে। আর রিয়াল মাদ্রিদ? শেষ ষোলর এই আসর থেকে বিদায় নেয়ার সঙ্গে সঙ্গে ক্লাবটির সঙ্গে সব হিসাবটাও চুকে যেতে পারে কোচ জিনেদিন জিদানের!

তো এমন ম্যাচ নিয়ে একটু বাড়তি উন্মদনা হবে এটাই স্বাভাবীক। থেমে নেই আলোচনা-সমালোচনাও। এবার তাই এই ম্যাচ নিয়ে মুখ খুললেন বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার জাভি। চ্যাম্পিয়নস লিগের উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে প্যারিস সেইন্ট-জার্মেই-ই (পিএসজি) ফেবারিট বলে মন্তব্য করেছেন জাভি। এর অবশ্য অনেক কারণও আছে। এবারের মৌসুমে এখন পর্যন্ত নিজেদের নামে প্রতি সুবিচার করতে পারেনি রিয়াল। লা লিগায় টেবিলের শীর্ষে থাকা বার্সার চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়নস লিগে অবশ্য গ্রæপ রানার-আপ হয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ইতোমধ্যেই কোপা ডেল রে থেকে বিদায় ঘটেছে জিনেদিন জিদানের দলের।
টানা তৃতীয়বারের মত ইউরোপীয়ান শিরোপা লাভের মিশনে এ পর্যন্ত ভালভাবেই এগিয়েছে মাদ্রিদ। তবে আসছে বুধবারের হিসাবটা একটু ভিন্ন। ঘরের মাঠে নক আউট পর্বের প্রথম লেগে পিএসজির বিপক্ষে মাঠে নামছে জিদান শিষ্যরা। সাম্প্রতীক পারফরমেন্স বিবেচনায় এই ম্যাচে রিয়াল নিজেদের কতটা প্রমান করতে পারে তা নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে।
বার্সেলোনার হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা জাভি বলেছেন, যদিও তিনি মাদ্রিদের উন্নতির অপেক্ষায় রয়েছেন, তারপরেও এই ম্যাচে পিএসজিকেই তিনি সুস্পষ্ট ফেবারিট মানছেন। জাভি বলেন, ‘আমি মনে করি পিএসজি এমন একটি দল যারা চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষমতা রাখে। কিন্তু এই মুহূর্তে মাদ্রিদের বিপক্ষে পিএসজি নিজেদের প্রমানে মুখিয়ে আছে। ম্যাচটাতে দারুন লড়াই হবে। কিন্তু ফর্ম বিচারে পিএসজিই ফেবারিট। এটাই আমার মতে সেমিফাইনাল, শেষ ১৬ নয়। সবাই জানে মাদ্রিদের জয়ের ক্ষুধা আছে, বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতায় তারা সবসময়ই এগিয়ে থাকে। কিন্তু একদিন পিএসজি অবশ্যই চ্যাম্পিয়নস লিগে জয়ী হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাভি

৯ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ