Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারজাভির পরোয়ানা তুলে নিলো ইন্টারপোল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৪:১৭ পিএম

প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ইউসুফ আল-কারজাভির ওপর থেকে গ্রেফতারি পরোয়ানা তুলে নিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোল। আল-কারজাভির অফিস থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকা থেকে নামও বাদ দেওয়া হয়েছে দোহাভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স’র প্রধান কারজাভির নাম। খবর আনাদলু এজেন্সি।
খবরে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর ইন্টারপোল কারজাভির ব্যাপারে জারি করা রেড নোটিস প্রত্যাহার করেছে এবং ইরাক ও মিসর সরকারের জারি করা গ্রেফতারি পরোয়ানা তুলে নিয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুৎ করার পর কারজাভির বিরুদ্ধে খুন ও চুরিসহ বিভিন্ন অভিযোগ আনে কায়রো। পরে মিসর সরকারের অনুরোধে কারজাভির বিরুদ্ধে রেড নোটিস জারি করে পুলিশের আন্তর্জাতিক ওই সংস্থাটি।
উল্লেখ্য, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির অন্যতম সমালোচক হলেন ইউসুফ আল-কারজাভি। ২০১৩ সালের অভ্যুত্থানে নেতৃত্ব দেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সিসি। অভ্যুত্থানে মুরসি সরকারের পতন হলে কায়রোর অনুরোধে মুসলিম বাদ্রারহুডের অনেক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারপোল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারজাভি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ