নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বার্সেলোনার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাভি হার্নান্দেস। কাতালান ক্লাবটির সাবেক এই কিংবদন্তীকে আজ ন্যু ক্যাম্পে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেয়ার কথা। তবে তার আগেই কাতালানদের সর্বশেষ ফল দেখে হয়তো জাভির কপালে চিন্তার ভাজটা আরও একটু বাড়বে। গতপরশু রাতে তিন গোলে এগিয়ে থেকেও যে বার্সেলোনা ম্যাচ জিততে পারেনি! লা লিগায় সেল্টা ভিগোর সঙ্গে রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। ক্লাব ইতিহাসে তিন গোলে এগিয়ে থেকে ২৭৬ ম্যাচ পর পয়েন্ট খোয়ালো কাতালান জায়ান্টরা! এই ড্রয়ে ১২ ম্যাচে পঞ্চম ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা সেল্টা ভিগো তৃতীয় ড্রতে ১২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে অবস্থান করছে।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে রাজত্ব করেছে বার্সেলোনা। ৩৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে থাকে। তবে ম্যাচ শুরুর ২ মিনিটে সেল্টা ভিগো এগিয়ে যেতে পারতো। কিন্তু আসপাসের বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৩ মিনিট পর বার্সেলোনা ঠিকই এগিয়ে যায়। জর্দি আলবার অ্যাসিস্টে আনসু ফাতি ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে সমর্থকদের মুখে হাসি ফোটান। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও বুসকেটস। নিকোলাস গঞ্জালেসের ক্রসে ডান পায়ের শটে এই মিডফিল্ডার জাল কাঁপান। ৩৪ মিনিটে বার্সেলোনা স্কোরলাইন ৩-০ করে। জর্দি আলবার ক্রসে মেমফিস দিপাই হেডে দলকে তৃতীয় গোল এনে দেন।
বিরতির পর বার্সেলোনা আক্রমণ করেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। বরং সেল্টা ভিগো ফাঁকে ফাঁকে আক্রমণ গড়ে সফল হয়েছে। তিন গোল শোধ দিয়ে অতিথিদের জিততে দেয়নি। ৫২ মিনিটে লাগো আসপাশ জোরালো শটে ব্যবধান প্রথম গোল শোধ দেন। ৭৪ মিনিটে সেল্টা ভিগো স্কোরলাইন ৩-২ করে। ফ্রাঙ্কো সার্ভির ক্রসে নলিতো হেডে গোলকিপার তের স্টেগেনকে পরাস্ত করেন। যোগ করা সময়ের ৬ মিনিটে আসপাশ দলকে এক পয়েন্ট এনে দেন। জাভি গালানের অ্যাসিস্টে অ্যাশপাস বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান।
দিনের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ দুই গোল করেও নিশ্চিন্ত থাকতে পারেনি। শেষের দিকে আক্রমণের ঢেউ তুলে তাদের চোখ রাঙিয়েছে রায়ো ভায়েকানো। তাতে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোস। এই জয়ে লা লিগায় শীর্ষে উঠেছে রিয়াল। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৭। সোসিয়েদাদ সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে। টনি ক্রুসের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। পরে রাদামেল ফ্যালকাও ব্যবধান কমালে জমে ওঠে লড়াই। খেই হারানো স্বাগতিকরা শেষটায় কোনোমতে ব্যবধান ধরে রাখে।
একই রাতে ফরাসি লিগ ওয়ানে বোর্দের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে পিএসজি। লিওনেল মেসি ছিলেন না। তবে সেই অভাবটা বুঝতে দিলেন না আক্রমণভাগের বাকি দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। তাতে বোর্দের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। এই জয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরও মজবুত করেছে মাওরোসিও পচেত্তিনো শিষ্যরা। প্রথমার্ধেই প্রতিপক্ষের মাঠে দুই গোল করেন নেইমার। পরে দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন এমবাপে। ম্যাচের শেষদিকে এলিস ও এমবায়ে নিয়াং বোর্দের পক্ষে দুই গোল শোধ দেন। ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।