বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে এখন বাসা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। সকাল থেকে তার কুমারপাড়াস্থ বাসার সম্মুখে ফোর্সসহ অবস্থান নেয় সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কমর উদ্দিন। মেয়র আরিফ বাসা থেকে বের হয়ে অফিসে আসার চেষ্টা করলে তাকে আটকে দেয় তারা। একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। এসময় তাকে বের হতে বাধা দেয়ার কারন জিজ্ঞেস করলে, পুলিশ জানায় উপরের নির্দেশ। একপর্যায়ে তার সাথে প্রকাশ্য অসৌজন্যমুলক আচরণ করে বলেও জানান তিনি। মেয়র আরিফ বলেন, আমি একজন জনপ্রতিনিধি, আমাকে বাসা থেকে বের হতে বাধা শুধু নয়, আমার সাথে রুড ব্যবহার করে, যা অবিশ্বাস্য ও দু:খজনক। পুলিশ সূত্র জানায়, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশংকায় আরিফুল হক চৌধুরীকে বাসা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তিনি বাসায় অবস্থান করতে বাধ্য হচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।