গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আজ বৃহস্পতিবার ঘোষণা হতে যাচ্ছে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়। এরিমধ্যে এ রায়কে ঘিরে দেশজুড়ে জনমানুষের মনে বিরাজ করছে উদ্বেগ, শঙ্কা। যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বকশিবাজারের আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রাখা হয়েছে দুটি প্রিজনভ্যান।
প্রিজনভ্যান দুটির মধ্যে একটিতে করে এ মামলার অন্য আসামিদের সকালে আদালতে আনা হয়। অন্যটি খালি এনে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে রায় শুনতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশে রওয়ানা হয়েছেন। ১১টা ৪৫ মিনিটে তিনি আদালতের উদ্দেশে রওয়ানা হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।