নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : কাল থেকে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনেই বল হাতে ঝলক দেখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সেই সুবাদে জয় পেয়েছে তার দল আবাহনী। একই সঙ্গে জয় দিয়ে আসর শুরু করেছে লিগের নবাগত দুই দল অগ্রনী ব্যাংক ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
সমঝোতায় আনা দুই খেলোয়াড়ের নৈপুণ্যে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৯ উইকেটে হারায় আবাহনী। বিকেএসপ্রি চার নম্বর মাঠে বল হাতে প্রথমে মাশরাফির ঝলকানিতে দিশেহারা হয়ে পড়ে খেলাঘরের টপঅর্ডার। দুই ওপেনারের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। এরপর অধিনায়ক নাফিস ইকবালকেও বিদায় করেন মাশরাফি। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি খেলাঘর। পরে বাকি কাজটা সারেন দলের স্পিনাররা। মাশরাফির সমান তিনটি করে উইকেট নেন দুই স্পিনার সাকলাইস সজীব ও সানজামুল ইসলাম। স্পিনারদের তোপে ৪.৪ ওভারে শেষ ৫ উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় খেলাঘর। যে রান টপকে যেতে মাত্র ২৫.২ ওভার সময় লাগে আবাহনীর। মাশরাফির পর আরেক সমঝোতার খেলোয়াড় এনামুল হক খেলেন ৭৩ বলে ৬টি চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮৬ রানের বিষ্ফোরক এক ইনিংস। তবে বল হাতে তার ক্ষেত্রটা তো তৈরী করে দিয়েছিলেন মাশরাফিই। যে কারণে টাইগার দলপতিকেই ম্যাচসেরা ঘোষণা করা হয়।
তবে মাশরাফি-এনামুল নয়, লিগের প্রথম দিনেই চমক দেখিয়েছে দুই নবাগত দল অগ্রণী ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর। অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকারের ব্যাটে ভর করে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রæপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারায় অগ্রণী ব্যাঙ্ক। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আরেক নবাগত শাইনপুকুরের জয়টি ছিল ৫ উইকেটের বড় ব্যবধানের।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে মাত্র ১৭৬ রান করে গাজী। শাহবাজ চৌহান নেন সর্বোচ্চ ৩ উইকেট, ২টি করে নেন আব্দুর রাজ্জাক ও আল-আমিন। জবাবে ৩৮ রানে ২ উইকেট হারালেও পর সৌম্য ও রিফাত উল্লার ব্যাটে বড় জয় পায় অগ্রণী। সৌম্য অপরাজিত থাকেন ৮৯ রানে (১২২ বলে), ৫৫ রানে (৮৮ বলে) রিফাত। অথচ মেহেদী-শফিউলের ৪৬ রানের উদ্বোধণী জুটিতে গাজীর শুরুটা মন্দো ছিল না। সেই জুটিও ভাঙ্গেন ম্যাচসেরা সৌম্য।
ফতুল্লায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বড় জয়টিও লো স্কোরিং ম্যাচের কারণে। পুরো ৫০ ওভার ব্যাট করলেও শাইনপুকুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ৭ উইকেটে ১৮৮ রানে থেমে যায় প্রাইম দোলেশ্বর। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মার্শাল আয়ুব। জবাবে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শাইনপুকুর। কিন্তু আফিফ হোসেন ও শুভাগত হোমের ১১৩ রানের জুটিতে সেই চাপ কাটিয়ে ওঠে তারা। ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন অনূর্ধ্ব-১৯ মাতানো আফিফ। বল হাতে ২ উইকেটের পাশাপাশি ব্যাটে ৫৮ রান করায় ম্যাচ সেরা হন শুভাগত।
খেলাঘর-আবাহনী, বিকেএসপি ৪
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি : ৪১ ওভারে ১৫৪ (রবি ৪, সাদিকুর ৯, নাফিস ১৯, অমিত ৩৭, মেনেরিয়া ৮, মইনুল ৪৩, মাহিদুল ১৩, হাবিবুর ৫, আলম ০, তানভীর ৯, মাহমুদ ০*; মাশরাফি ৩/২৩, তাসকিন ০/২২, সানজামুল ৩/২৭, নাসির ১/২২, হোসেন ০/১৪, শচিন ০/১৮, সাকলাইন ৩/২৬)।
আবাহনী : ২৫.২ ওভারে ১৫৫/১ (এনামুল ৮৬*, সাইফ ৩৯, শান্ত ২৩*; হাবিবুর ০/১৯,মাহমুদ ০/২৫, তানভীর ০/২৩, মেনেরিয়া ১/২১, আলম ০/১৩, রবি ০/২৮, মইনুল ০/২২)।
ফল : আবাহনী ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : মাশরাফি বিন মুর্তজা
গাজী গ্রæপ-অগ্রণী ব্যাঙ্ক, বিকেএসপি ৩
গাজী গ্রæপ ক্রিকেটার্স : ৪৬.১ ওভারে ১৭৬ (মেহেদি ৪১, হৃদয় ৩৩, জহুরুল ৬, আসিফ ১৭, নাদিফ ৬, ভাটিয়া ৩১, জাকের ৩, রাজিবুল ৮, নাঈম ০, হায়দার ১৫, নাসের ০*; শফিউল ০/৪৭, আল-আমিন ২/২৭, সৌম্য ২/২৭, রাজ্জাক ২/২৭, রিফাত ০/১১, শাহবাজ ৩/৩১)।
অগ্রণী ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব : ৩৯.৩ ওভারে ১৭৮/২ (আজমির ১৫, সৌম্য ৮৯*, শাহরিয়ার ৪, রিফাত ৫৫*; হায়দার ০/৩৫, নাসের ০/৩১, মেহেদি ২/২৭, নাঈম ০/২৬, রাজিবুল ০/৩৩, ভাটিয়া ০/১৭)।
ফল : অগ্রণী ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : সৌম্য সরকার
প্রাইম দোলেশ্বর-শাইনপুকুর, ফতুল্লা
প্রাইম দোলেশ্বর : ৫০ ওভারে ১৮৮/৭ (ইমতিয়াজ ১৩, মাহমুদ ১৪, ফরহাদ ৭, মার্শাল ৭৪, বিশত ৬, শাহানুর ৩২, রেজা ১৫, শরিফউল্লাহ ১৭*, সানি জুনিয়র ৫*; সাইফ ১/৩৮, সুজন ২/২৮, সাব্বির ০/২১, শুভাগত ২/৩২, রায়হান ১/২৮, নাঈম জুনিয়র ১/৩৯)।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ৩৩.৩ ওভারে ১৮৯/৫ (সাদমান ৩, সাব্বির ৪১, সজিব ৯, আফিফ ৫৬*, শুভাগত ৫৮*, হৃদয় ৯*, সাইফ ৮*; রেজা ১/৩৪, সাব্বির ১/২৮, শাকিল ১/৩৩, সানি জুনিয়র ১/৪২, শরিফউল্লাহ ০/৩৭, শাহানুর ১/১৫)।
ফল : শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : শুভাগত হোম চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।