Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালাল (রহ.)দরগাহ গেইটে হাজারো বিএনপি নেতাকর্মী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:০২ পিএম

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী জড়ো হয়েছেন। জড়ো হওয়া নেতাকর্মীদের মধ্যে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপিপন্থি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন। দরগাহ গেইট এলাকায় এসব নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করতে দেখা গেছে। সোমবার বিকাল ৪টার দিকে সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছান বিএনপিনেত্রী খালেদা জিয়া। তাঁর সাথে কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়া চৌহাট্রা আম্ভরখানা সহ নগরীর সর্বত্র লোকে লোকারন্য। নগরীর প্রধান সড়ক গুলোর মধ্যে চৌহাট্রা-আম্ভরখানা সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। উৎসুক জনতা সহ দলের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেছে দরগাহ সংযুক্ত সড়ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ