Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের শাটডাউনের শঙ্কা যুক্তরাষ্ট্রে

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে দেশটির বড় দুই দলের মতবিরোধের জেরে দেশজুড়ে শাটডাউনের এক মাসের মধ্যেই নতুন করে অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ গত জানুয়ারিতে প্রায় তিন দিনের শাটডাউন চলার পর ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা এ নিয়ে সমঝোতায় উপনীত হয়। সাত লাখ ড্রিমার বা তরুণ অভিবাসীর বিষয়ে সরকারের অবস্থান নিয়ে এ সপ্তাহেও একমত হতে পারেনি ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা। এ সংক্রান্ত একটি চুক্তিকে সামনে রেখে দুই দলের মতবিরোধের বিষয়টি আবারও সামনে আসছে। খবরে বলা হয়, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বিরুদ্ধে ‘রাজনৈতিক পক্ষপাত’ এর অভিযোগ এনে যে গোপন নথি (মেমো) প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এটাকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে বিরোধী শিবির ডেমোক্র্যাট। বিতর্কিত এই নথিকে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করে কোনো কর্মকর্তাকে বরখাস্ত না করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন সিনিয়র ডেমোক্র্যাটরা। তারা বলছেন, এর মাধ্যমে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে, যা হয়েছিল প্রেসিডেন্ট নিক্সনের আমলে। প্রসঙ্গত, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে তা তদন্ত করছে এফবিআই। কিন্তু মার্কিন প্রশাসন শুক্রবার যে গোপন নথি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, এফবিআই ক্ষমতার অপব্যবহার করছে। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ওই নথি সমর্থন করেছেন এবং বলেছেন, এর মাধ্যমে যা প্রকাশ হয়েছে তা আমাদের জন্য লজ্জাজনক। নথিতে অভিযোগ করা হয়েছে, এফবিআই ও জাস্টিস ডিপার্টমেন্ট অপ্রমাণিত বিষয় নিয়ে ডেমোক্র্যাটদের অর্থায়নে কাজ করছে যাতে ট্রাম্পের মিত্রদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা যায়। কিন্তু ডেমোক্র্যাটদের অভিযোগ, মার্কিন নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে তার তদন্ত বাধাগ্রস্ত করতেই এই নথি প্রকাশ করা হয়েছে। এফবিআইও নথি প্রকাশের ব্যাপারে সতর্ক করেছে এবং বলেছে, নথিতে মূল বিষয়ই বাদ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা বলছে, রাশিয়ান হস্তক্ষেপ নিয়ে এফবিআইয়ের তদন্তের সময় এই নথি প্রকাশ লজ্জাজনক। এক বিবৃতিতে সিনেটের সংখ্যালঘু বিষয়ক প্রধান চাক স্কুমার, হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সংখ্যালঘু বিষয়ক প্রধান ন্যান্সি পোলেসি ছাড়াও আট সিনিয়র ডেমোক্র্যাট সতর্ক করে বলেছেন, ট্রাম্প বিশেষ কৌঁসুলী রবার্ট মুয়েলার কিংবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেন্সটেইনকে বরখাস্তের চেষ্টা করছেন। বিবিসি।



 

Show all comments
  • আরমান ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:২০ এএম says : 0
    কি করতেছে কিছুই বুঝতেছি না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ