Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সউদী আরবে পরিচালিত দুর্নীতি-বিরোধী অভিযান ১০ হাজার ৬শ’ কোটি ডলার জব্দ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরবে দুর্নীতি-বিরোধী অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১০৬০০ কোটি ডলার আদায় করেছে দেশটির সরকার। এই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল এই তথ্য দিয়েছেন। খবরে বলা হয়, অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মোজেব বলেছেন, গত বছরের ৪ঠা নভেম্বরের পর ৩৮১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এদের মধ্যে ৫৬ জন এখনও কারাগারে রয়েছেন। বাকিদের কেউ কেউ এমনিতেই মুক্তি পেয়েছেন। বাকিরা দোষ স্বীকার করে বিপুল সম্পত্তি বা অর্থ দিয়ে মুক্তি পেয়েছেন। তবে কারা কী উপায়ে মুক্তি পেয়েছেন তাদের নাম বলেননি অ্যাটর্নি জেনারেল। তবে এদের মধ্যে প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীরা রয়েছেন বলে খবরে প্রকাশিত হয়েছে। সম্প্রতি, বিলিয়নিয়ার ব্যবসায়ী প্রিন্স আলওয়ালিদ বিন তালাল ও আরব স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক এমবিসির মালিক আলওয়ালিদ আল-ইবরাহিমকে মুক্তি দেওয়া হয়েছে। তারা রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলে বন্দী ছিলেন। তাদের উভয়েই দাবি করেছিলেন, তারা নির্দোষ। তবে সউদী সরকারী সূত্র জানিয়েছে, কিছু ‘অনিয়মে’র দোষ স্বীকার করে, সরকারের সঙ্গে আর্থিক বন্দোবস্তের মাধ্যমেই তারা মুক্তি পেয়েছেন। তবে এই অনিয়মগুলো নির্দিষ্ট করে বলেনি কেউ। বিবিসি অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ