Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঢাবি প্রক্টরের কুশপুত্তুলিকা দাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ৮:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর কুশপুত্তলিকা পুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাবির রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং মেয়েদের যৌননির্যাতনের ঘটনায় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কর্মসূচির ঘোষণা দেয় নিপীড়নবিরোধীরা। তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তার ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি জানান।

এর আগে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ