Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে গ্যারেজে গুলি, নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি গাড়ি ধোয়ার গ্যারেজে গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। রোববার রাত ৩ টায় পেনসিলভানিয়ার মেলক্রফট কমিউনিটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গোলাগুলির সুনির্দিষ্ট কোন কারণ জানা যায় নি। নিহতদের মধ্যে ৪ জন দুর্ঘটনাস্থলেই মারা যান।
অপরজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে নিহত ৪ জনের মধ্যে ২ জনের লাশ একটি গাড়ির ভেতরে এবং বাকি ২ জনের ওই গাড়ি ধোয়া গ্যারেজের পাশে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় একজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তবে এটা এখনো নিশ্চিত হওয়া যায় নি যে, আহত ব্যক্তি গোলাগুলিতে জড়িত ছিলেন কি না। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ