বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) এর খামার বাড়ী থেকে অস্ত্র ঠেকিয়ে ১০টি গরু নিয়ে গেছে ডাকাত দল।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকির পাড়া এলাকার ঢাকা-দিনাজপুর মেইন সড়কের পাশে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) এর খামার বাড়ী থেকে পাহারাদার ও খামার পরিচর্যাকারীদের দেশিয় অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে বেঁধে রেখে ১০টি গরু নিয়ে গেছে ডাকাত দল ।
খামার পরিচর্যাকারী ইমরান আলী ও পাহারাদার লোকমান আলী জানান, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে খামারের কাজ শেষে তারা ঘুমিয়ে পড়েন । হঠাৎ আনুমানিক রাত ২টার সময় ৪-৫জনের একটি ডাকাত দল খামারের মুল গেইট এর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাত দল দেশিয় অস্ত্র বড় হাঁসুয়া ঠেকিয়ে তাদের প্রাণ নাশের হুমকি দেয় এবং জোর পূর্বক তাদেরকে খুঁটির সাথে বেঁধে একটি মালবাহী ট্রাকে দেশী-বিদেশী ১০টি মা গরু লুট করে নিয়ে যায় । যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। খামার থেকে গাড়ী নিয়ে যাওয়ার সময় তারা চিৎকার করলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে। পরে পাহারাদার লোকমান রাত ৩টার সময় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী সহ তার পরিবারের লোকজনদের মোবাইলে না পেয়ে মন্ত্রীর প্রটোকলে ডিউটিরত পুলিশকে জানালে,প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মেস্তাফিজুর রহমান ফিজার এমপি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম(ফুলবাড়ী সার্কেল) ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন আশপাশের সকল থানায় বিষয়টি অবগত করা হয়েছে । পুলিশ তদন্ত করছে অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
এ বিষয়ে,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্ বলেন,বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে এবং মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।