গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর সায়দাবাদ রেললাইন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গেণ্ডারিয়া স্বামীবাগের সায়দাবাদ রেললাইনের পাশের গলিতে এই ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিমের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়। তিনি মৃত বজলুর রহমানের ছেলে এবং পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।
ওয়ারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বলেন, ইব্রাহিম সায়দাবাদে বাস থেকে নেমে রেললাইনের পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় দৌড়ে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালের সামনে এসে পড়ে যান ইব্রাহিম। এরপর হাসপাতালের কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভোর সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মো. শরিফুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।